কুয়াকাটায় ক্রিস্টাল মেথ(আইস) এবং ইয়াবাসহ ০৪(চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে ০৩/০৭/২০২৫ তারিখ উপ-পরিচালক মোঃ হামিমুর রশীদের নেতৃত্বে কুয়াকাটায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে রাসেল মল্লিক(৩২)কে ০৮ (আট)গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ গ্রেপ্তার করা হয়। অপর মামলায় আব্দুর রহমান(৩২)কে ৫০ পিসি ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ইয়াবা সরবরাহ করতে এসে হোটেল বয় মোহাম্মদ রাকিব (২৯) এবং হোটেল বয় মেহেদী হাসান (২৫)কে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চারজনই কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা কুয়াকাটায় আগত বিভিন্ন পর্যটকদের চাহিদার প্রেক্ষিতে ইয়াবাসহ বিভিন্ন মাদক সরবরাহ করতো। মূলত তারা ইয়াবা বা অন্যান্য মাদকের বাহক হিসেবে কাজ করতো। তাদের পিছনে কে বা কারা আছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
মাদকসহ গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়।
উদ্ধারকৃত আলামত:
০১) ক্রিস্টাল মেথ(আইস)- ০৮(আট) গ্রাম
০২) ইয়াবা-(৫০+২৩)= ৭৩ পিস
মামলা: নিয়মিত মামলা-০৩(তিন) টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস