০৮/১০/২০২৪ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় কর্তৃক পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় ২০০ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকবিরোধী শ্রেণী বক্তৃতা দেওয়া হয়। পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহজালাল এঁর সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ হামিমুর রশীদ। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয় এর শিক্ষার্থী,শিক্ষক মন্ডলী সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য অনুরোধ করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আচরণ সম্পর্কিত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের স্থানীয় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে ধরিয়ে দেয়ার জন্য বলেন। এবং মাদকের বিরুদ্ধে সকল পেশা/শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করেন। বক্তব্য শেষে তিনি উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে মাদকবিরোধী স্লোগান সম্বলিত স্কেল, কলম এবং মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন। এলাকায় মাদকের প্রভাব বিস্তার রোধে বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সর্বদা একটিভ থাকার জন্য নির্দেশনা দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পটুয়াখালী এই কাজে সর্বদা তাদেরকে সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস